পটুয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। ছবি: পটুয়াখালী জেলা পুলিশ

পটুয়াখালী সদর থানার অভিযানে অস্ত্রসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার পটুয়াখালী পৌরসভাধীন ইছাহাক মডেল ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ওই থানার পুলিশের একটি চৌকস দল ওই দিন রাত নয়টার দিকে পটুয়াখালী পৌরসভাধীন ইছাহাক মডেল ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার ওপর তল্লাশি করার সময় চেকপোস্টের দিকে হেঁটে আসা এক ব্যক্তির চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই ব্যক্তির দেহ তল্লাশি করে।

এ সময় ওই ব্যক্তির কোমরের সাথে গোঁজা অবস্থায় একটি কফি কালারের প্লাস্টিকের বাঁটযুক্ত ধারালো দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. মিলন হাওলাদার (৩০)। তিনি পটুয়াখালী সদরের কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে। মিলন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। কয়েকটি মামলার বিচারকাজ চলছে।