নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে মার্কস্ অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ছবি: নড়াইল জেলা পুলিশ

বাংলাদেশ দাবা ফেডারেশনের চেয়ারম্যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদের বিপিএম (বার) সার্বিক নির্দেশনায় নড়াইলে মার্কস্ অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিনব্যাপী নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে দাবাবিষয়ক কর্মশালা ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৬টি বিদ্যালয় ২১টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি গ্রুপে ৬ জন করে মোট ১২০ জনের বেশি খুদে দাবাড়ু অংশগ্রহণ করে।

নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে মার্কস্ অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ছবি: নড়াইল জেলা পুলিশ

১১ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী গ্রুপকে ট্রফি এবং উক্ত গ্রুপের প্রত্যেক দাবাড়ু, ক্রীড়াশিক্ষককে মেডেল ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি মোসা. সাদিরা খাতুন।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী গ্রুপকে ট্রফি এবং উক্ত গ্রুপের প্রত্যেক দাবাড়ু, ক্রীড়াশিক্ষককে মেডেল ও সনদ প্রদান করা হয়। ছবি: নড়াইল জেলা পুলিশ

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, নড়াইল; মাসুদুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ দাবা ফেডারেশন, নড়াইল; মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল; দিলীপ কুমার রায়, দাবা পরিষদের সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, নড়াইল; আবদুর রশিদ মুন্নু, কোষাধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; কৃষ্ণপদ দাস, অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; মো. রাজিবুল ইসলাম, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; মো. উজ্জ্বল, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; মো. রবিউল ইসলাম, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; মাসুদুর রহমান মানস, দাবা রেটিংপ্রাপ্ত খেলোয়াড় ও দাবা প্রশিক্ষক, নড়াইল; প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার অন্য নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী গ্রুপকে ট্রফি এবং উক্ত গ্রুপের প্রত্যেক দাবাড়ু, ক্রীড়াশিক্ষককে মেডেল ও সনদ প্রদান করা হয়। ছবি: নড়াইল জেলা পুলিশ

পরিশেষে নড়াইলের পুলিশ সুপার আইজিপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আবুল খায়ের গ্রুপ অ্যান্ড কোম্পানিকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।