নৌ পুলিশের অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে। এসব জালের আনুমানিক মূল্য প্রায় পৌনে দুই কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, নারায়ণগঞ্জের বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বৈদ্যের বাজার এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন পাতানো অবস্থায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এদিকে নরসিংদীর ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মাধবদী থানায় মেঘনা নদীর জিৎরামপুর নামক স্থানে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ছোপের বাঁশ ধ্বংস করেছেন।

শরীয়তপুরের সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নড়িয়া থানার চরআত্রা গ্রামের সামনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন পাতানো অবস্থায় ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। চাঁদপুরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা হাইমচর থানায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন পাতানো অবস্থায় ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন।

বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেহেন্দীগঞ্জ থানায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ (কারেন্ট, চরঘেরা) জাল জব্দ করেছেন। এদিকে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। বরিশালের চামটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন।

বরগুনার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।