কেএমপিতে সিডিএমএস++ (জিডি অটোমেশন) অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ছবি : কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বয়রাস্থ পুলিশ লাইনস সম্মেলন কক্ষে সিডিএমএস++ (জিডি অটোমেশন) অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহামান ভূঞার উপস্থিতিতে এই অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

অনলাইন ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (এফঅ্যান্ডএল) এসএম রুহুল আমিন।

এ ছাড়া সভাপতি ছিলেন রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহআলম।

অনলাইন ট্রেনিং প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানাসহ অন্য কর্মকর্তারা।