নোয়াখালীতে টিআরসি পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রমের একটি মুহূর্ত। ছবি: পুলিশ নিউজ

‘চাকরি নয়, সেবা’ স্লোগানে নোয়াখালীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে শুক্রবার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৭টা থেকে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টের (পিইটি) ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পিইটি পরীক্ষায় নোয়াখালী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম-বার) ঢাকার এসবির এসপি ওহাবুল ইসলাম খন্দকার, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) সুদীপ্ত রায়, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বিজয়া সেনসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে এখন পর্যন্ত টিকে আছো।’

তিনি আগামীকালের ইভেন্টর জন্য প্রার্থীদের মেন্টালি প্রিপারেশন নিয়ে মাঠে আসার কথা বলেন।

আগামীকাল দ্বিতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইনসে পিইটির ১ হাজার ৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।