মালিতে স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী একটি দলের সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

আফ্রিকার দেশ মালির মিনুসমা গুন্দাম ক্যাম্পে স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২২-এর উদ্বোধন হয়েছে।

মুজিববর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-২-এর কমান্ডার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহিনুর আলম খান টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় আরও উপস্থিত আইপিও টিম লিডার মরিস উলি, আনপোল লিয়াজোঁ অফিসার আলিসানা মারিয়ামা, ডেপুটি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহরী, অ্যাডমিন অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী, অপারেশন অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, লজিস্টিকস অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাসহ অন্য কমান্ডিং স্টাফরা।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪টি দলের মধ্যে জার্সি ও খেলার সামগ্রী বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমানের নেতৃত্বে ‘দিরে স্ট্রাইকার্স’ এবং দলনেতা ও অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমানের ‘রয়েল গুন্দাম’ দলের মধ্যে ভলিবল খেলার মধ্য দিয়ে স্বাধীনতা কাপের শুভ সূচনা হয়।