পুলিশের হেফাজতে আটক দুই চোর ও উদ্ধার করা দুটি গরু। ছবি: বাংলাদেশ পুলিশ

নেত্রকোনা সদর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে দুটি চোরাই গরু উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে।

আজ মঙ্গলবার ভোর ৪টায় তাদের আটক করা হয়।

জানা গেছে, নেত্রকোনা সদর থানাধীন বর্ণী এলাকার বাসিন্দা বাদী ফারুক আহম্মেদের (৩৭) গোয়ালঘর থেকে গত ৩০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩১ মার্চ সকাল ৬টার মধ্যে যেকোনো সময় দুটি গাভি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরি যাওয়া গরু উদ্ধার এবং অজ্ঞাতনামা চোরদের গ্রেপ্তারের উদ্দেশ্যে নেত্রকোনা পুলিশ সুপারের দিকনির্দেশনায় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি টিম আজ ভোর ৪টায় অভিযান পরিচালনা করে। এ সময় কলমাকান্দা থানাধীন হাঁপানিয়ার এলাকা করে জনৈক কালামিয়ার (৫২) হেফাজত থেকে চুরি যাওয়া গাভি দুটি উদ্ধার করা হয় এবং কালামিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে কালামিয়াকে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার অন্যতম আসামি আলামিনকে (৪২) আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।