পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি ও উদ্ধার করা আতশবাজি ও পটকা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাজি, পটকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. মারুফ হোসেন (২৪) ও মো. নিয়ামত আলী (২১)। তাঁরা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা যায়, গতকাল ১ এপ্রিল রাত সাড়ে ১০টায় আরএমপি ডিবির এসআই মো. আ. করিম তালুকদার ও তাঁর টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় দুই ব্যক্তি তাঁদের বাড়িতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাজি ও পটকা মজুত করে বিক্রি করছেন। এ খবরের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম গতকাল রাত পৌনে ১১টায় রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে আসামি মারুফ ও তাঁর ভাই নিয়ামত আলীকে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ আতশবাজি ও পটকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা সাহেব বাজার আরডিএ মার্কেটের আরিফ নামের এক ব্যক্তির কাছ থেকে আতশবাজি ও পটকাগুলো কিনেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে আতশবাজি ও পটকা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলেও জানান।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।