নেত্রকোনা ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

নেত্রকোনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নেত্রকোনা পৌরসভার পারলাসংলগ্ন ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নেত্রকোনা সদরের কেগাতী ইউনিয়নের কালিয়ারা গাবরাগাতী এলাকার মৃত দুলালের ছেলে মো. আরিফ (২৪) ও যশোরের অভয়নগর থানার শ্রীদারপুর এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে বিল্লাল শেখ (৩২)।

জানা যায়, জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদের দিকনির্দেশনায় এবং ডিবি (পশ্চিম) ওসি শাহনূর আলমের নেতৃত্বে এসআই সঞ্জয় সরকার, এএসআই মফিজুল হক এবং সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান চালানো হয়।

অভিযানে নেত্রকোনার পৌরসভার পারলাসংলগ্ন এলাকা থেকে দুই মাদক কারবারিকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।