হাতিরঝিলে নৌ র‍্যালির আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও নৌ পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) নৌ র‍্যালিটি রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা জেটি থেকে শুরু হয়ে এফডিসি জেটি পর্যন্ত ঘুরে পুনরায় হাতিরঝিলের পুলিশ প্লাজার জেটিতে এসে শেষ হয়।

এবারের জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’।

নৌ র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশিদ এবং নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের হাতে ফুল তুলে দিচ্ছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

১৫টি ক্যাটামেরাম বোট, নৌ পুলিশের স্পিডবোট, ফোল্ডিং বোট, ওয়াটার বাইকসহ শতাধিক পুলিশ সদস্য, মৎস্য অধিদপ্তর, মৎস্যজীবী এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের প্রতিনিধি ও সদস্যবৃন্দ র‍্যালিতে অংশ নেন।

নৌ র‍্যালি শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, একসময় দেশে মাছের আকাল ছিল। এখন বিশ্বের ৫২টি দেশে মাছ রপ্তানি হচ্ছে। বিলুপ্তপ্রায় ৩৯টি প্রজাতির মাছ আবার পুনরুদ্ধার করা হয়েছে। মাছের জীবন্ত ব্যাংক তৈরি করা হয়েছে।