পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যগণের সঙ্গে কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

ভালো কাজের স্বীকৃতি হিসেবে অর্থ পুরস্কার পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বেশ কয়েকজন পুলিশ সদস্য।

বুধবার (২৬ জুলাই) বিকেলে কেএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম (সেবা)।

ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও মাদক মামলার আসামিদের গ্রেপ্তারের পুরস্কার হিসেবে ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ ইমরান; সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) এস এম বায়জীদ ইবনে আকবর; লবণচরা থানার ওসি মো. এনামুল হক; লবণচরা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলামসহ ১৪ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (এফ অ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম প্রমুখ।