নেত্রকোণায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

নেত্রকোণায় হত্যা মামলা দায়ের ২৩ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ অক্টোবর (রোববার) সন্ধ্যায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় নেত্রকোণার কেন্দুয়া থানায় মামলা হয় ৩০ অক্টোবর (সোমবার)। এর ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম সরোয়ার ওরফে সারু (২২)।

জেলা পুলিশ জানায়, কেন্দুয়া থানার ছয়দুন তবিয়ারগাতি গ্রামে কয়েকজন শিশু-কিশোর ব্যাডমিন্টন খেলার সময় রাজাকুন (১২) নামের এক শিশুর ব্যাটের আঘাতে রাকিব (৮) নামের আরেক শিশু চোখে ব্যাথা পায়। এ ঘটনায় ২৯ অক্টোবর সন্ধ্যায় উভয় পরিবার মারামারিতে জড়ায়। এ সময় রাজাকুনের পরিবারের লোকজন ধারালো অস্ত্র কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের আশরাফুল বাদশাকে (১৮)। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় ৩০ অক্টোবর মামলা করে। মামলার ২৪ ঘণ্টার মধ্যে কেন্দুয়া থানা-পুলিশের একটি দল গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে মূল আসামি সরোয়ার ওরফে সারুকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে সরোয়ার হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।