কুমিল্লার তিতাস থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লায় পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে সিএনজিচালিত একটি জোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। কুমিল্লার তিতাস থানা-পুলিশ কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ অক্টোবর (সোমবার) বিকেলে তাঁদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিদের নাম আতিকুল ইসলাম প্রকাশ সজল (২৩), মো. শাকিব (২২), মো. বোরহান (২২) ও মো. মাছুম (২৪)।

জেলা পুলিশ জানায়, তিতাস থানায় ২৭ অক্টোবর দায়ের একটি মামলার সূত্রে থানা-পুলিশ গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য আতিকুল, শাকিব, বোরহান ও মাছুমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের তথ্যের ভিত্তিতে ওই দিন দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জের বাহুবল থানার তিতারকেণা এলাকা থেকে সিএনজিচালিত একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার চারজনের মধ্যে শাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদেরও আদালতে সোপর্দ করা হয়েছে।