নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই কিপার থাকবেন বাংলাদেশ দলে।
সিরিজে ভাগাভাগি করে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান।
সিরিজ শুরুর আগে এ খবর দিয়েছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ দুটি টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন মুশফিক। তিনি যোগ দেওয়ার পরও সোহানকে দলে রাখার কথা জানিয়েছেন ডোমিঙ্গো।
বাংলাদেশের প্রধান কোচের ভাষ্য, সোহান প্রথম দুই ম্যাচে এবং মুশফিক পরের দুই ম্যাচে উইকেটরক্ষক থাকবেন। পরবর্তী সময়ে উইকেটের পেছনের পারফরম্যান্সের ভিত্তিতে শেষ ম্যাচে দুজনের মধ্যে একজনকে বাছাই করা হবে।
তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবে। আমরা পরিকল্পনা করেছি, এই সিরিজে উইকেট কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করব।
‘সোহান ও মুশফিক দুটি করে ম্যাচে দায়িত্ব পালন করবে। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেব, শেষ ম্যাচে কে করবে।’
ডোমিঙ্গোর মতে, মুশফিকের প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পিচে সংগ্রাম করতে হয়েছে ব্যাটসম্যানদের। সেদিকে ইঙ্গিত করে ডোমিঙ্গো বলেন, ‘আমি মুশফিককে ব্যাটিং অর্ডারে চার নম্বরে বিবেচনা করছি। সে সেখানে সফল। একই সঙ্গে সে ইনিংস ধরে রাখতে পারে; মাঝের ওভারেও স্ট্রাইক ঘোরাতে পারে।
‘দলের হয়ে ফিনিশিংটাও ভালো করতে পারে। তার দলে ফেরাটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে।’