আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাছাইপর্বের সেমিফাইনালে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে থাইল্যান্ডকে ১১ রানে হারায় বাংলাদেশ। এর ফলে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে সালমারা।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে বাংলাদেশ। জবাবে ১০২ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।

দিনের অন্য সেমিতে আয়ারল্যান্ড ৪ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। ফলে আগামীকাল বাছাইপর্বের ফাইনালে আইরিশদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।