পেলের মরদেহে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত

ফুটবল কিংবদন্তি পেলেকে চোখের পানিতে শেষ শ্রদ্ধা জানিয়েছে ব্রাজিল।

যে ক্লাবের মধ্য দিয়ে ফুটবলের রাজার রূপকথার অগ্রযাত্রা শুরু হয়েছিল, সান্তোসের সেই ভিলা বেলমিরো ক্লাবেই হয়েছে পেলের শেষকৃত্য। খবর বাসসের।

হাজারো ভক্ত-সমর্থকের সঙ্গে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের আরও অনেক ফুটবল অনুরাগী। পুরো দিনই শেষবারের মতো তাঁরা প্রিয় পেলেকে দেখতে সান্তোসের ক্লাবটিতে জড়ো হয়েছিলেন।

মাঠের মাঝখানে শেষবারের মতো তাঁদের রাজাকে দেখতে রাত পর্যন্ত মানুষের ভিড় চোখে পড়েছে। ওই সময় পেলের কফিন সান্তোস ও ব্রাজিলের পতাকা দিয়ে আবৃত ছিল। সঙ্গে ছিল সাদা ফুল।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা ও তার স্ত্রীও পেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

তিনবারের বিশ্বকাপজয়ী পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার সাও পাওলোর একটি হাসপাতালে মৃত্যু হয় ৮২ বছর বয়সী পেলের।