দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড ওয়াইজ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড ওয়াইজের ব্যাটিং নৈপুণ্যে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ‘এ’ গ্রুপে প্রথম জয় পেয়েছে নামিবিয়া।

গতকাল বুধবার ওয়াইজের অপরাজিত ৬৬ রানের সুবাদে নামিবিয়া ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। খবর বাসসের।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াইজ। ২০১৬ সালে সর্বশেষ প্রোটিয়াদের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি। এবারের বিশ্বকাপে নামিবিয়ার হয়ে খেলতে নামেন ওয়াইজ।

গ্রুপে নামিবিয়ার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রান করেছিলেন ওয়াইজ। তবে গতকাল ব্যাট হাতে ৪০ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৬ রান করে নামিবিয়াকে জয় এনে দেন তিনি।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করে নেদারল্যান্ডস। ৫৬ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করেন ওপেনার ম্যাক্স ও’দাউদ।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫২ রানে ৩ উইকেট হারায় নামিবিয়া। এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন ওয়াইজ। ১ ওভার বাকি রেখে জয় পায় নামিবিয়া। ম্যাচসেরা হয়েছেন ওয়াইজ।

২ খেলায় ১ জয় ও হারে ২ পয়েন্ট নামিবিয়ার। অন্যদিকে ২ খেলার দুটিতেই হেরেছে নেদারল্যান্ডস।