প্রতীকী ছবি

বিশ্বজুড়ে গত ১১ থেকে ১৭ অক্টেবর ২৭ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৬ হাজারের বেশি মানুষের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক বুলেটিনে এ কথা জানানো হয়। খবর বাসসের।

এতে বলা হয়, ওই এক সপ্তাহে আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় শনাক্তের সংখ্যা কমেছে। এ সময়ে ইউরোপে বেড়েছে মৃত্যুহার।

সাপ্তাহিক বুলেটিন অনুযায়ী, আফ্রিকা অঞ্চলে নতুন সংক্রমণ সবচেয়ে বেশি কমেছে। এই অঞ্চলে সংক্রমণ ১৮ শতাংশ কমেছে। এরপরই রয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে সংক্রমণ কমেছে ১৭ শতাংশ।

পূর্ববর্তী সপ্তাহ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংক্রমণ কমেছে প্রায় ১৯ শতাংশ। মৃত্যুহার শুধু ইউরোপে ৪ শতাংশ বেড়েছে।

বুলেটিন অনুযায়ী, বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৯ লাখ ৪০ হাজার ৯৩৭ জন। ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৩ হাজার ৯১১ জনের।