এডিবির লোগো

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বল্পমাত্রার কার্বন নিঃসরণবান্ধব নতুন জ্বালানি নীতি অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবির প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া বলেছেন, জ্বালানি অন্তর্ভুক্তিমূলক আর্থসামাজিক উন্নয়নের বিষয়। কিন্তু জলবায়ু ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবের বিনিময়েই জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণ হয়েছে।

তিনি বলেন, ‘এডিবির নতুন জ্বালানি নীতি আমাদের উন্নয়নশীল সদস্যদেশগুলোকে (ডিএমসি) নির্ভরযোগ্য, সাশ্রয়ী মূল্যের ও দূষণমুক্ত জ্বালানি লাভের সুযোগ সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ও জরুরি কাজে সহায়তা করবে।’ খবর বাসসের।

এডিবির প্রেসিডেন্ট বলেন, নতুন কয়লা বিদ্যুৎ উৎপাদনে অর্থায়ন না করতে এডিবির দৃঢ় প্রতিশ্রুতির নিরিখে এ নীতি করা হয়েছে।
এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকাজুড়ে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি হয়েছে। কিন্তু এ অঞ্চলের প্রায় ৩৫ কোটি মানুষের কাছে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নেই এবং প্রায় ১৫ কোটি মানুষ এখনো বিদ্যুৎ সুবিধাবঞ্চিত।

এতে উল্লেখ করা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নগরায়ণ অব্যাহত রাখতে যথেষ্ট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসহ সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি ব্যবস্থা উন্নয়নের প্রয়োজন হবে।