চট্টগ্রাম টেস্টের শুরুতে ধাক্কা খেলেও পরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। খবর বাসসের।

মুশফিক-লিটনের জোড়া হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনেই ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত ৫৯ ওভারে ৪ উইকেটে ১৭১ রান তুলেছে টাইগাররা।

মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেটে ৬৯ রান তুলেছিল বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ।

দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসান ১৪ রান করে ফিরেন। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও ১৪ রান করে আউট হন। অধিনায়ক মোমিনুল হক ৬ রানের বেশি করতে পারেননি। এতে ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও লিটন দাস। অবিচ্ছিন্ন থেকেই মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিলেন মুশফিক ও লিটন।

দিনের দ্বিতীয় সেশনেও অবিচ্ছিন্ন থাকলেন মুশফিক-লিটন। পঞ্চম উইকেটে ২৫৬ বলে ১২২ রান যোগ করেন তাঁরা। মুশফিক ১২২ বলে ৮টি চারে অপরাজিত ৫৫ রান করেন। ১৩৬ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেছেন লিটন। মুশফিক ২৪তম ও লিটন দশম হাফ-সেঞ্চুরির দেখা পান।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি-হাসান আলি-ফাহিম আশরাফ-সাজিদ খান ১টি করে উইকেট নেন।