ময়মনসিংহের নান্দাইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহের নান্দাইলে পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। নান্দাইল থানা এলাকা থেকে ৩ জুন (শনিবার) রাতে তাঁ঳দের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম হৃদয় ওরফে সানি ও হাবিব (২৬)।

পুলিশ জানায়, ৩ জুন রাত ৯টার দিকে নান্দাইল থানার কানুরামপুর এলাকায় ইজিবাইকচালক মো. রুবেলকে (৩২) কয়েকজন অজ্ঞাতনামা ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখায় ও মারধর করে। চালক রুবেলের চিৎকার শুনে স্থানীয়রা নান্দাইল থানা-পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। আর ঘটনাস্থল থেকে অটোচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, তাঁদের নাম হৃদয় ওরফে সানি এবং হাবিব। তাঁরা স্বীকার করেছেন, নিজেরা আন্তজেলা ছিনতাই চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নান্দাইল পুলিশ জানায়, ৩ জুন রাতের ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক দুই আসামির বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।