বাসে কুমিল্লা ডিবির অভিযানে উদ্ধার হয় মহাবিপন্ন উল্লুক। ছবি: পুলিশ নিউজ

কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপন্ন উল্লুক উদ্ধার হয়েছে।

এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

বন্যপ্রাণী বিলুপ্তি ও পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থা বৈশ্বিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বন্যপ্রাণী সংরক্ষণের জন্য জুলাই মাসে ‘অপারেশন গোল্ডেন স্ট্রাইক’ নামের অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার সংলগ্ন গ্রিন ভিউ হোটেলের পার্কিংয়ে কক্সবাজার থেকে খুলনাগামী ইম্পেরিয়াল এক্সপ্রেসে অভিযান চালায় কুমিল্লা ডিবি।

ওই সময় মো. জুয়েল রহমান ওরফে সোহেলকে (২৭) আটক করে ডিবি, যার বাড়ি খুলনার সোনাডাঙ্গা মডেল থানার হাফিজনগরে। তাঁর কাছে থাকা বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো প্লাষ্টিকের ঝুড়িতে একটি বিপন্ন উল্লুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জুয়েল জিজ্ঞাসাবাদে জানান, বান্দরবান থেকে বিরল প্রজাতির উল্লুকটি সংগ্রহ করে খুলনা-সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে ছিল তাঁর।

উদ্ধার হওয়া মহাবিপন্ন উল্লুক। ছবি: পুলিশ নিউজ

উল্লুক বিরল স্তন্যপায়ী প্রাণী। বানর প্রজাতির মধ্যে একমাত্র উল্লুক লেজবিহীন প্রাণী। বাংলাদেশের সিলেটের লাউয়াছড়া, রাঙ্গামাটি ও বান্দরবানে উল্লুকের দেখা মিলে।

উদ্ধারকৃত উল্লুকটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।