উদ্ধার করা পিস্তল-গুলি ও আটক আব্দুর রাজ্জাক। ছবি বাংলাদেশ পুলিশ

নাটোর জেলার লালপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ ৩ রাউন্ড গুলিসহ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার রাতে ৩ নং চংধুপইল ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

থানা সূত্র জানায়, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ আসে কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক অবৈধ অস্ত্রসহ নিজ বাড়িতে আছেন। এরপরই এসআই মানিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাজ্জাকের বাড়িতে প্রবেশ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজ্জাক পালিয়ে যান। তার ঘর থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এরপর নাটোর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম এর দিক-নির্দেশনায় বড়াইগ্রাম সার্কেল অফিসারের নেতৃত্বে লালপুর থানার একটি দল রাতভর অভিযান পরিচালনা করে রাজ্জাককে আব্দুলপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে রাজ্জাক স্বীকার করেছেন, অস্ত্র ও গুলি তার। তিনি এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রেখেছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।