নাগরদোলায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফেতে নাগরদোলা বিকল হয়ে আটকা পড়েছিল শিশুসহ বেশ কয়েকজন। জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে উদ্ধার পেয়েছেন তাঁরা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ২ মার্চ (শনিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙে ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় ১৫-২০ জন নারী ও শিশু ৪০-৫০ ফুট উঁচুতে আটকে আছে।

আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ থেকে তাৎক্ষণিক খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সংবাদ পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে টার্ন ট্যাবল হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ১০টি শিশু, ৩ নারী, ২ পুরুষসহ মোট ১৫ জনকে উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহত নেই।