ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার রিভার্স রাজ্যে তেলের একটি অবৈধ শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। খবর প্রথম আলোর।

স্থানীয় সময় শনিবার (২৩ এপ্রিল) রাজ্যটির পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বলেন, তেলের একটি অবৈধ শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আগুনে এসব মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের শনাক্ত করা পর্যন্ত যাচ্ছে না।

ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার বলেছে, বিস্ফোরণের সময় সেখানে অবৈধ তেল কেনার জন্য লাইনে থাকা অনেক গাড়ি পুড়ে গেছে।

গত বছরের অক্টোবরে রিভার্স রাজ্যে তেলের একটি অবৈধ শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়।