ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গির্জায় রোববারের (৫ জুন) প্রার্থনা চলাকালে বন্দুকধারীর হামলা হয়েছে।

এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নারী ও শিশু। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

অনডো রাজ্য পুলিশের মুখপাত্র ফুনমিলাইও ইবুকুন ওদুনলামি জানান, বন্দুকধারীরা গির্জা ভবনের বাইরে ও ভেতরে থাকা লোকজনকে গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটে।

অনডো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু এ ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদের দেখতে যান তিনি।

ওউওর এক হাসপাতালের চিকিৎসক জানান, হামলাস্থল থেকে শহরের দুটি হাসপাতালে অন্তত ৫০টি মরদেহ আনা হয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এটিকে ‘জঘন্য হামলা’অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন।