আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় বিস্ফোরণ হয়েছে। শুক্রবারের (৫ আগস্ট) এই বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। খবর প্রথম আলোর।

বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

পুলিশ বলছে, বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৮ জন।

এক বিবৃতিতে আইএস দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় ২০ জন হতাহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, ‘জনাকীর্ণ স্থানে এই বিস্ফোরণ হয়।’