ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বেশ কিছু মানুষ এখনো নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্সের।

স্থানীয় টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন এলাকা পানির নিচে ডুবে গেছে। পাহাড়ের পাশে থাকা বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, প্লাবিত হয়েছে মহাসড়ক।

রয়টার্স বলছে, দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকর্মীরা সন্ধান চালিয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।