চীনের পতাকা। ছবি: সংগৃহীত

সব দেশের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে চীন।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটি এমন আহ্বান জানায়। খবর বাসসের।

ইউক্রেনের রাশিয়া অধিকৃত কয়েকটি অঞ্চলে মস্কোর বিতর্কিত অন্তর্ভুক্তিকরণ গণভোট অনুষ্ঠানের পর বেইজিং এমন মন্তব্য করল।

চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের অবস্থান ও প্রস্তাব দৃঢ় ও সুস্পষ্ট এবং তা হচ্ছে বিশ্বের সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান জানাতে হবে।’