নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি নদীতে একটি নৌকা ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এখনো ১০ জন নিখোঁজ রয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, বুধবার (৪ জানুয়ারি) শতাধিক নারী ও শিশুকে বহন করা নৌকাটির এক পাশ ভেঙ্গে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

জানা যায়, শ্রমিকদের নিয়ে কোকো-বেসি জেলার সোমেনাজি গ্রামে যাওয়ার সময় রিভার নাইজারে নৌকাটি দুই ভাগ হয়ে ডুবে যায়।

রাজনৈতিক প্রশাসক ইয়াহায়া বেলো কোকো জানান, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছিল। আমরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় ১০ জনের লাশ এবং ৮০ জনকে জীবিত উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো আরও ১০ জন নিখোঁজ রয়েছে। তাঁদের উদ্ধারে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে।