নৌ পুলিশের হেফাজতে আটক তিন চাঁদাবাজ। ছবি: বাংলাদেশ পুলিশ।

নরসিংহপুর নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।

আজ ২৮ ফেব্রুয়ারি সকালে নৌ ফাঁড়ির পুলিশের একটি টিম শরীয়তপুরের সখিপুর অঞ্চলে পদ্মা নদীতে নিয়মিত জাটকা নিধনবিরোধী অভিযান চালানোর সময় এই তিন চাঁদাবাজকে আটক করে। এই তিনজন বালুবাহী একটি বাল্কহেডে চাঁদাবাজি করছিলেন।

জানা গেছে, বালুবাহী ওই বাল্কহেড মোকাররম-১ মাওয়া থেকে নারায়ণগঞ্জ পৌঁছালে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা নিয়ে ৮/১০ জন লোক বাল্কহেডে উঠে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অসম্মতি জানালে বাল্কহেডের কর্মীদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি মারধর করে। পরে নরসিংহপুর নৌ পুলিশ যখন তিনজনকে আটক করে তাঁদের কাছ থেকে মোট ১০০০ টাকা, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, ২টি দা এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক তিনজনসহ মোট দশজনের বিরুদ্ধে সখিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের প্রক্রিয়াধীন।