পুলিশি হেফাজতে দুই ডাকাত। ছবি : বাংলাদেশ পুলিশ

কর্ণফুলী নদীতে নোঙর করা চীনা জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম সদর নৌ থানা-পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নৌ পুলিশ জানায়, কর্ণফুলী নদীতে নোঙর করা চীনের মালিকানাধীন উইন্টেন-১ জাহাজে গত রোববার রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি রামদা, একটি কিরিচ ও একটি গ্যাস সিলিন্ডার। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, চীনা জাহাজটি পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মালামাল আনা-নেওয়ার কাজে যুক্ত ছিল। আইনি জটিলতার কারণে এত দিন এটি কর্ণফুলী নদীতে আটকে ছিল। এই সুযোগে প্রায়ই জাহাজটিতে ডাকাতি করে পালিয়ে যেতেন ডাকাতেরা।