অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২৭ হাজার ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় তিনটি তেলবাহী ট্যাংকার, একটি বাল্কহেড, দুটি পণ্যবাহী ট্রলার ও চারটি যাত্রীবাহী ট্রলারের বিরুদ্ধে মামলা করা হয়। একই সঙ্গে ১০ জনকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নৌ পুলিশ জানায়, পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৩৮ লাখ ১৩ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দ করা নৌযান পুলিশি হেফাজতে নেওয়া হয়।