মোহনপুর নৌ পুলিশের অভিযানে উদ্ধার জাটকা। ছবি: বাংলাদেশ পুলিশ।

চাঁদপুরের মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযান চালিয়ে পৌনে ১২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও এক হাজার ৩৫০ কেজি জাটকা উদ্ধার করেছে।

১০ এপ্রিল মোহনপুর পুলিশ ফাঁড়ির চাঁদপুরে দায়িত্বরত উপ-পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ১১ লক্ষ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ।

এছাড়া স্পিডবোটে করে জাটকা বাজারজাতকরণের উদ্দেশে নেয়ার সময় ১ হাজার ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। স্পিডবোটটিও জব্দ করা হয়েছে।

উদ্ধার জালের আনুমানিক মূল্য ৩ কোটি ৫১ লক্ষ ১০ দশ হাজার টাকা। আর জাটকার
আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫ হাজার টাকা।

এ ঘটনায় একজনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মৎস্য আইনের ৫(১) ধারায় মামলা করা হয়। তিনজনকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় এবং দুইজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পরে উদ্ধার কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও জাটকা এতিমখানা ও অসহায়দের মাঝে বন্টন করা হয় ।