পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

প্রায় আড়াই লাখ টাকার আম-কাঁঠাল আত্মসাৎকারী এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় আসামির কাছ থেকে আম-কাঁঠাল বিক্রির ২ লাখ ১৮ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং একটি ট্রাক জব্দ করা হয়।

গত শনিবার (১৬ জুলাই) বিকেলে ঝিকরগাছা থানাধীন কীর্তিপুর ট্রাকস্ট্যান্ড থেকে আসামি মিঠুল হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। আসামির বাড়ি মনিরামপুর থানা এলাকায়।

পুলিশ জানায়, ৮ জুলাই জসিম নামের এক ব্যবসায়ী রংপুরের বদরগঞ্জ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের আম-কাঁঠালের একটি চালান ভোলার চরফ্যাশন এলাকায় পাঠাতে মিঠুলের সঙ্গে ভাড়ায় চুক্তি করেন। কিন্তু গন্তব্যস্থলে না পাঠিয়ে সেই আম-কাঁঠাল আত্মসাৎ করেন মিঠুল। বিষয়টি যশোর জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) জানান ভুক্তভোগী। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর দারুস সালাম বেড়িবাঁধ কাঁচাবাজারে অভিযান চালিয়ে আমের ক্যারেট উদ্ধার করা হয়।