পুলিশি হেফাজতে গ্রেপ্তার ৭ ডাকাত। ছবি: বাংলাদেশ পুলিশ।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গুলি, দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম-বারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন নরসিংদী- মদনপুর রোডে আব্দুল্লাহকান্দি এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তারা পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে থেকে ৭ জন আন্তজেলা ডাকাতকে ১টি রিভলবার, ৩টি গুলি, ২টি চাপাতি, ১টি চায়নিজ কুড়ালসহ আটক করে। ডাকাতেরা সে সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেপ্তার ডাকাতেরা হলেন মো. মোখলেছ মিয়া (২৫), মো. সাদ্দাম হোসেন(২২), মো. রফিকুল ইসলাম(২৮), মো. জাকির হোসেন(৩০), মো. মনির হোসেন(৩৫), হাবিবুর রহমান সায়েম(২৫) ও মো. ইউনুছ মিয়া(২৩)।

জিজ্ঞাসাবাদে ডাকাতেরা জানান, তাঁরা মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অস্ত্র, গুলিসহ সমবেত হয়েছিলেন।

এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে।