উদ্ধার করা ৩০ কেজি গাঁজা। ছবি: বাংলাদেশ পুলিশ।

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ঢাকা-সিলেট মহাসড়কে ২৪ আগস্ট দিবাগত রাতে শিবপুর মডেল থানার পুলিশের একটি টিম রাত্রিকালীন মাইক-৪ ও বিশেষ অভিযান উপলক্ষে ডিউটি করছিলেন। এ সময় থানার অফিসার ইনচার্জের মাধ্যমে খবর পান যে, ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে একটি সবুজ রংয়ের প্রাইভেটকারযোগে অবৈধ মাদকদ্রব্য নরসিংদীর দিকে আসছে। এ খবরের প্রেক্ষিতে থানার এসআই মুক্তার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গাড়ি পর্যবেক্ষণ করতে থাকেন।

এক পর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী বাসষ্ট্যান্ডের কাছে পৌছালে এসআই মুক্তার হোসেন গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেন। তখন গাড়ীর চালক গতি পরিবর্তন করে দক্ষিণ দিকে যশোর রোডে ঢুকে যান। তখন ধাওয়া করলে এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর চালক দিশেহারা হয়ে গাড়ির স্টার্ট বন্ধ করে শিবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের যশোর গাবতলী এলাকার একটি টং দোকানের সামনে রেখে পালিয়ে যান।

জব্দ করা গাড়ি। ছবি: বাংলাদেশ পুলিশ।

এসময় গাড়িতে থাকা তাসমিয়া রশিদ নোভাকে (২২) পুলিশ গ্রেপ্তার করে। রাত ২টা১০ মিনিটে ধৃত আসামির উপস্থিতিতে পুলিশ গাড়িটি তল্লাশি করে ২টি কালো রংয়ের কাপড়ের ট্রাভেলিং ব্যাগের ভিতরে নীল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।

পরে পুলিশ গাড়িটি জব্দ করে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।

পুলিশ হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি:বাংলাদেশ পুলিশ।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।