পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে পণ্ড হয়ে গেছে ডাকাতির প্রস্তুতি। এ সময় আন্তজেলা ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাধবদী থানাধীন চৌয়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি গুলি, একটি চাপাতি, একটি কাটার, দুটি রামদা, দুটি লোহার পাইপ, একটি লোহার পাত ও একটি পিকআপ ভ্যান।

আসামিরা হলেন মাধবদী থানা এলাকার মো. ইব্রাহীম (৪০), মো. ইউনুস (৩৫), মো. আইয়ুব (২৫) ও মো. শাহীন (৩৭); নরসিংদী সদর থানা এলাকার মো. রুবেল (২৩) ও শফিকুল ইসলাম বাদল (৪০); নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকার মো. শাহীন (২৩) এবং যশোর কোতোয়ালি থানা এলাকার মো. জাহাঙ্গীর।

জেলা পুলিশ জানায়, মাধবদী থানা এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।