নড়াইল পুলিশ লাইনস স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের একটি মুহূর্ত। ছবি : বাংলাদেশ পুলিশ

নড়াইল পুলিশ লাইনস স্কুলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) পুলিশ লাইনসের ড্রিল শেডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। পুলিশ লাইনস স্কুলের সহকারী শিক্ষক কামরুন নাহার কাঁকনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম।

পুলিশ সুপার বলেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের কর্মস্পৃহা বাড়ে। লেখাপড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

এ দিন পুলিশ লাইনস স্কুলের শিশু শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, বাংলা বানান লিখন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, পুলিশ লাইনস স্কুল ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নড়াইলের সহসভানেত্রী মোশারত আক্তার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।