উৎসবটির উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। ছবি : বাংলাদেশ পুলিশ

নড়াইল জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার (১৬ জুন) অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন ফল উৎসব।

পুলিশ লাইনসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন।

উৎসবে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ অংশ নেন। ছবি : বাংলাদেশ পুলিশ

উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, কলাসহ বিভিন্ন জাতের দেশি ফলের মেলা বসে।

পুলিশ সুপার বলেন, আমাদের দেশে প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের বিশাল সমারোহ আছে। দেশি ফল পুষ্টি ও গুণে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। সুস্থ থাকতে ফল খাওয়ার বিকল্প নেই। এ ধরনের ফল উৎসব পুলিশ সদস্যদের সুস্থ ও সবল রাখবে।

উৎসবে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ অংশ নেন। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১), ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক, ট্রাফিক পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।