নড়াইল জেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবারও কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় নড়াইল শহরের মুজিব চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ‘কমিউনিটি পুলিশিং ডে’ লেখা সংবলিত বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডের উদ্বোধন করা হয়। অতঃপর মুজিব চত্বর থেকে সদর থানা পর্যন্ত বর্ণাঢ্য র্যালি করা হয়।

র্যালি শেষে সদর থানা প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
নড়াইল জেলার পুলিশ সুপার মোসাম্মৎ সাদিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী।

পুলিশ সুপার সাদিরা খাতুন তাঁর বক্তব্যে কমিউনিটি পুলিশিংয়ের উৎপত্তি, ইতিহাস, বিস্তার এবং এর সুফল সম্পর্কে আলোকপাত করেন। তিনি কমিউনিটি পুলিশিংয়ের মূলনীতির ওপর বিশদ আলোচনা করেন।