কুড়িগ্রাম জেলায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।

আয়োজনে কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যাপক ড. আনোয়ার হোসেন পুলিশকে ‘শান্তির অভিভাবক’ হিসেবে উল্লেখ করে কমিউনিটি পুলিশিংয়ের অতীত ও বর্তমান বিষয়ে প্রবন্ধ তুলে ধরেন। ক্রাইম প্রিভেনশন ক্লিনিক, বিট পুলিশিং প্রায়োরিটি সার্ভিস আওয়ার, সবুজ করি কুড়িগ্রাম, লিটল ফ্রি লাইব্রেরি, প্রায়োরিটি চেয়ারসহ জেলা পুলিশের নানাবিধ জনসম্পৃক্ত কাজের বর্ণনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র মো. কাজিউল ইসলামসহ অনেকে।