মানিকগঞ্জ ডিবির হেফাজতে গ্রেপ্তার দুজন। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নকল চিপস উৎপাদনের যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকিং সরঞ্জামাদিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মানিকগঞ্জ জেলার ঘিওর থানার পেচারকান্দা এলাকার মৃত আনছার আলী ওরফে আছের আলীর ছেলে নজরুল ইসলাম (৫২) ও নজরুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩৮)।

জানা যায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে একটি দল এসআই বখতিয়ার হোসেনের নেতৃত্বে ঘিওরের পেচারকান্দা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

এ সময় COMPUTER AUTOMATIC PACKING MACHINE, হাওয়ার মেশিন, হ্যান্ড সিলিং মেশিন ৩টি, লেমিনেটেড রোল ৭টি, রংধনু ধনিয়া গুঁড়া, চিপসের প্যাকেট ২০টি, সাদা পলিপ্যাকে ভাজা চিপস ৫ বস্তা, পলিথিনের ব্যাগে কাঁচা চিপস ৩ বস্তা জব্দ করা হয়। এ-সংক্রান্ত ঘিওর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।