পরীক্ষার্থীর হাতে পানি তুলে দিচ্ছেন পুলিশ সদস্য। ছবি : আরএমপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের স্নাতক সম্মান/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিনা মূল্যে পানি সরবরাহ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (২৭ জুলাই) আরএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

অভিভাবকের হাতে পানি তুলে দিচ্ছেন পুলিশ সদস্য। ছবি : আরএমপি

পোস্টে জানানো হয়, রাবির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং বিশ্ববিদ্যালয় এলাকার ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় পুলিশ সদস্যগণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি পুলিশ কমিশনারের উদ্যোগে আরএমপির পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিনা মূল্যে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করা হচ্ছে।