গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে ৫ ডাকাতকে। ছবি-সংগৃহীত।

নওগাঁর মহাদেবপুর থানাপুলিশ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে । শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মহাদেবপুর-ছাতড়া সড়কের বাছড়া মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।খবর জাগো নিউজের।

গ্রেপ্তাররা হলেন, নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাচ্চু মৃধা (৩৩), গণপুর গ্রামের শহিদুল ইসলাম (২৬) ও হাফিজুর রহমান (৪০), মহাদেবপুর উপজেলার মালাহার গ্রামের দেলোয়ার হোসেন (৪৫) ও ইমরান হোসেন (৩৩)।

নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাছড়া মোড় এলাকায় ১০-১২ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু, রডসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে মহাদেবপুরসহ বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন।