চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকা থেকে প্রতারণার অভিযোগে জান্নাতুল নাঈমা ওরফে কুসুমকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দরিদ্র নারীদের অনুদান দেওয়ার নাম করে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, জান্নাতুল এস এ ওয়াই ই নামের একটি এনজিওর প্রতিষ্ঠাতা। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার দুস্থ ও হতদরিদ্র মহিলাদের অনুদান বা আর্থিক সহায়তা দেওয়ার নামে প্রায় আট হাজার জনের কাছ থেকে জনপ্রতি দুই শত টাকা আদায় করেন। কিন্তু কোনো আর্থিক সুবিধা দিতে পারেননি। দীর্ঘদিন ধরে অনুদান বা আর্থিক সহায়তা না পাওয়ায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ক্ষুব্ধ নারীরা হামজারবাগে জান্নাতুলের অফিসে গিয়ে তাঁকে ঘেরাও করে রাখেন। সংবাদ পেয়ে পাঁচলাইশ থানা-পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জান্নাতুলকে হেফাজতে নেয়।

পরে জান্নাতুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পাঁচলাইশ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়।