মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব আয়োজিত বিজয় দিবস কাপ টেনিস টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ টেনিস উপকমিটির সভাপতি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব আয়োজিত বিজয় দিবস কাপ টেনিস টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেস টেনিস গ্রাউন্ডে ১৬ ডিসেম্বর (শনিবার) এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খবর ডিএমপি নিউজের।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব আয়োজিত বিজয় দিবস কাপ টেনিস টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ টেনিস উপকমিটির সভাপতি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি দল (দ্বৈত) অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ টেনিস উপকমিটির সভাপতি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম।

টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে চূড়ান্ত প্রতিযোগিতায় ডিএমপির লজিস্টিকস বিভাগের (প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শরিফুল আলম ও ক্রাইম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আমানউল্লাহ (আমান) ৯-২ গেমের ব্যবধানে সিআইডির অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন পিপিএমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।