দোয়ারাবাজার থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজারের লিয়াকতগঞ্জ বাজারে সুমাইয়া আইটি ট্রেনিং অ্যান্ড টেলিকম দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ২ আসামি হলেন দোয়ারাবাজার থানার আকিলপুর গ্রামের মৃত শরিফ উল্লাহর ছেলে আব্দুল আউয়াল (৫৬) এবং শেরপুরের নালিতাবাড়ী থানার হাতিবান্দা গ্রামের মৃত তাইকেন মরংয়ের স্ত্রী শিলা রানী রিচিল (৪৪)।

দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ ওই দুজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১২৫ পাতা A4 সাইজ কাগজে ছাপানো ১০০০ টাকার নোটসহ জাল টাকা তৈরির কালার প্রিন্টার, কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।