পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন চোর ও উদ্ধার করা গরু। ছবি: বাংলাদেশ পুলিশ।

নোয়াখালীর সোনাইমুড়ী থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

গরু চুরির বিষয়ে সোনাইমুড়ী থানায় দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে জেলার পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম এ ব্যাপারে তদন্তের ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে গরু চুরির সঙ্গে জড়িত ও চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করে। উদ্ধার করে চোরাই গরুটি।

তাঁরা হলেন মো. সাজু (২৫), মো. তুহিন (২০) ও
হৃদয় (২১)। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।