ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম আজ রোববার সকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ডিএমপি নিউজ

ঢাকা মহানগরসহ সারা দেশের সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

ভোটের দিন রোববার সকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে নির্বাচনী এলাকায় প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের অধীনে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা আমরা সকলে মিলে একত্রে কাজ করছি। ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে এবং সম্মানিত ভোটারগণ তাঁদের নাগরিক দায়িত্ব ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছেন। আজ তাঁরা পূর্ণভাবে সারা দেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।’

তিনি বলেন, ‘সব জায়গাতেই ভোটারদের উপস্থিতি আছে। ভোটাধিকার প্রয়োগ করছেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট প্রদান করা একটি নাগরিক অধিকার। এ নাগরিক অধিকার প্রয়োগ করতে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

পুলিশপ্রধান আরও বলেন, ‘নির্বাচন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থাকে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনের পরে তিনটি স্তরে ভাগ করেছি। তিনটি সময় আমাদের সদস্যরা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি সন্ত্রাসী ও অরাজক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এবং নিশ্চয়তা দিতে চাই, আপনারা যাঁরা এখনো ভোটকেন্দ্রে আসেননি, তাঁরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।’